‘ইস্টিশন’ হলো মুহম্মদ জাফর ইকবালের লেখা একটি বই। ইস্টিশনের কথা আসলেই আমাদের চোখে ভেসে ওঠে ব্যস্তময় প্লাটফর্ম, ট্রেন, যাত্রী আরও কতকিছু। চারদিকে কত কোলাহল, কত ব্যস্ততা সবার মাঝে।
এমনই এক ব্যস্তময় একটি ইস্টিশনে থাকে জালাল, মায়া, জেবাসহ আরও কতগুলো শিশু। যাদের নেই কোনো আত্মীয়-পরিজন, পিতা, মাতা। তাদের নেই কেউ ভালোবাসার। আগলে রাখার নেই কেউ। তারা নিজেরাই নিজেদের খুব ভালো বন্ধু। নিজেরাই নিজেদের আগলে রাখে, ভালোবাসে, যত্ন নেয়। তারা ইস্টিশনে অন্যের মালামাল টেনে সামান্য যা রোজগার করে তাই দিয়ে তারা তাদের দিন পার করে। এই কাজ করতে গিয়ে মাঝেমাঝে তাদের নিতে হয় মৃত্যুঝুঁকি। তবুও তারা এইসব ঝুঁকিপূর্ণ কাজ করতে বাধ্য হয়। কারণ তাছাড়া পেট চলবে না।
একদিন তাদের সাথে পরিচয় হয় ইভা নামের একটি মেয়ের। এই ইভা ছিল ঐ প্লাটফর্মের নিয়মিত যাত্রী। ইভার সাথে সেই পথশিশুদের খুব ভালো সম্পর্ক হয়ে যায়। ইভা ওদের খুব ভালোবাসে। আর সেই পথশিশু গুলো ইভার ভালোবাসা পেয়ে খুবই খুশি। কারণ তারা সবসময়ই ভালোবাসার কাঙাল ছিল।
ইভা, জালালকে দায়িত্ব দিয়েছিলো সবাইকে দেখে রাখার। এরপর ঘটে যায় নানা ঘটনা। অনেক বিপদের মধ্যে পড়েছিল সেই শিশুরা। তাদের বন্ধুত্বের জোড়ে তারা নিজেদের রক্ষাও কারেছিল বিভিন্ন বিপদ থেকে। তাদের সেই বন্ধুত্ব, বিপদ থেকে নিজেদের উদ্ধারের নানা ঘটনা জানতে আজই সংগ্রহ- করুন বইটি।
Reviews
There are no reviews yet.