” গৃহদাহ ” শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটি জনপ্রিয় উপন্যাস। এই উপন্যাসে লেখক ত্রিকোণ প্রেমের কাহিনি বর্ণনা করেছেনে। এই উপন্যাসে ত্রিকোণ প্রেমের তিনজন অনন্য চরিত্র হলো অচলা, মহিম ও সুরেশ।
শরৎচন্দ্রের ‘গৃহদাহ’ উপন্যাসে আমরা অচলা নামে দ্বিধান্বিত এক নারীর দেখা পাবো। যেখানে তাকে তার ভালোবাসার মানুষকে ভালোবাসার, তার কাছে থাকার বিষয়ে চরম দ্বিধায় ভুগতে থাকা দেখা গিয়েছে। অচলার বিয়ে হয় মহিম এর সাথে কিন্তু বিয়ের পর কেনো যেন মহিমকে তার ভালো লাগে না। সে দূরে দূরে থাকতে চায় মহিম এর থেকে। মহিমকে ছেড়ে পরবর্তীতে সুরেশের কাছে চলে যায়। নিজেকে আত্মসমর্পন করে সুরেশের কাছে। পরবর্তীতে কেনো জানি সুরেশকে তার আর ভালো লাগে না। তখন মহিমকে কেনো জানি তার মনে পড়তে থাকে। এভাবেই লেখক এগিয়ে নিয়ে গিয়েছিলো তার এই উপন্যাসটি।
অচলার বাবার নাম কেদার। অচলা মা ছাড়া তার বাবার কাছে বড় হয়েছে। মূলত অচলার এই যে দ্বিধায় পরে থাকা, তার যে দোলাচলে আন্দোলিত হওয়া সবই তার বাবার কাছ থেকে শেখা। কারন সে ছোট বেলা থেকেই তার বাবার দেওয়া শিক্ষায় শিক্ষিত।
অচলাকি তার দ্বিধা কাটিয়ে উঠতে পেরেছিলো?, কি পরিনতি হয়েছিলো শেষে তার?, এই সব তথ্য জানতে আজই সংগ্রহ করুন ‘গৃহদাহ’ উপন্যাসটি।
Reviews
There are no reviews yet.