ছেলেটির নাম গাব্বু। গাব্বুর বয়স ১০-১২ বছরের মতো হবে। বিজ্ঞান তার পছন্দের একটি বিষয়। বিজ্ঞান বিষয়ক নানা বই ইতোমধ্যেই গাব্বু পড়ে শেষ করেছে। শুধু তাই নয় এইগুলো নিয়ে চালিয়েছে নানা এক্সপেরিমেন্ট। তার মুখে এই এক্সপেরিমেন্ট শব্দটি শুনলে পরিবারের সবাই আতঙ্কিত হয়ে যায়। কারণ তার পরিবারের সবাই তার এক্সপেরিমেন্টে নাজেহাল। তারা আসলে তার এই এক্সপেরিমেন্টকে খুব একটা পছন্দ করে না। গাব্বুর ছোট বোনের নাম টুনি। টুনিও তার এই এক্সপেরিমেন্ট মোটেই সাপোর্ট করে না।
এই বইয়ে রিফাত হাসানের এর ভূমিকা রয়েছে ভালোই চোঁখে পরার মতো। কারণ তিনি হলেন একজন বিজ্ঞানী। ঘটনাচক্রে এই রিফাত হাসান দেশে ফেরার পর পরিচয় হয় গাব্বুর সঙ্গে। রিফাত হাসানের সাথে গাব্বু তার বিজ্ঞান বিষয়ক নানা আইডিয়া নিয়ে আলোচনা করে। গাব্বু রিফাত হাসানকে একটা এক্সপেরিমেন্ট করতে বলে। রিফাত হাসান গাব্বুর সেই আইডিয়া নিয়ে এক্সপেরিমেন্টটি করে পুরো অবাক হয়ে যায়।
গাব্বুর এক্সপেরিমেন্টের চক্কোরে পরে স্কুলের সবাই বিরক্ত হওয়াতে তাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিলো। পরবর্তীতে স্কুলে কি ফিরতে পেরেছিলো গাব্বু?, কি আইডিয়া রিফাত সাহেবকে অবাক করেছিলো?, এমন নানান এক্সপেরিমেন্ট ও গাব্বু সম্পর্কে জানতে হলে সংগ্রহ করতে হবে ” গাব্বু” বইটি।
Reviews
There are no reviews yet.