গর্ভধারিণী উপন্যাসটি মূলত চারজন তরুণ তরুণীদের নিয়ে রচিত। এই চারজন তরুণ তরুণীর নাম হলো সুদীপ, কল্যাণ,আনন্দ ও জয়িতা। এদের চারজনের পারিবারিক অবস্থা চার রকম।কারও সাথে কারও পরিবারের অবস্থার কোনো মিল নেই। কেবল মিল ছিলো তাদের চিন্তা-চেতনায়, মিল ছিলো তাদের স্বপ্নে। তাদের প্রত্যেকেরই স্বপ্ন ছিল শোষণ-নিপীড়ন মুক্ত, সাম্যবাদী সমাজ গড়ার। যেখানে ধনী-গরিবের মাঝে থাকবে না কোনো ভেদাভেদ, একের দ্বারা অন্যজনকে করা হবে না কোনো নির্যাতন-নিপীড়ন।সর্বদাই সুখ-শান্তি আর সাম্যতা বিরাজ করবে। এটাই তাদের চাওয়া ছিলো।
তারা চারজন মিলে দেশের বিভিন্ন জায়গায় অভিযান চালায়। তারা তাদের প্রথম অভিযান চালায় প্যারাডাইস নামে এক পতিতালয়ে। যেখানে কিনা সমাজের মুখোশ পরা উচ্চবিত্তরা নোংরামি করে বেড়াতো। তাদের অভিযানে তারা সফল হওয়ার পর আরও কিছু অভিযান চালায়। কিন্তু তাদের এই কাজগুলো সমাজের মানুষ ভালোভাবে নেয়নি। পরবর্তীতে পুলিশের হাত থেকে নিজেদের বাঁচানোর জন্য তারা দেশ ছেড়ে পালিয়ে আশ্রয় নেয় ভিন্ন দেশের এক গ্রামে। যেখানকার মানুষ ছিল সুবিধা বঞ্চিত, একেবারেই সভ্যতার আলোর বাইরের জগতের। পরবর্তীতে তাদের লক্ষ্য হয়ে ওঠে এই মানুষদের সকল সুবিধা প্রদান করে সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠা করা। এরই ফলে তারা নানান রকম কাজ করতে থাকে সেই গ্রামের মানুষদের জন্য। অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে তাদের। এমনকি তাদের প্রাণ চলে গিয়েছে তাদের এই স্বপ্ন পূরণ করতে গিয়ে। তারা আারও কি কি অভিযান চালিয়েছিলো, কি এমন ঘটনা ঘটেছিলো যার জন্য প্রাণ চলে গিয়েছিলো, তাদের স্বপ্ন কি তারা পূরণ করতে পেরেছিলো? সম্পূর্ণ বিষয় জানতে পড়তে হবে গর্ভধারিণী।
Reviews
There are no reviews yet.