এই গল্পের মূল চরিত্র হলো ” রবিনসন ক্রুসো “। রবিনসন ক্রুসো তার বাবার কথার অবাধ্য হয়ে বাড়ি থেকে পালিয়ে সমুদ্র যাত্রায় বের হয়েছিল। রবিনসন ক্রুসো ছিলো অনেক চঞ্চল। মূলত তার এই চাঞ্চল্যতাই তাকে তার বাবার কথার অবাধ্য হতে শিখিয়েছে। সমুদ্র যাত্রায় বের হয়ে রবিনসন ক্রুসো দশ্যুদের আক্রমনের স্বীকার হয়। পরবর্তীতে দশ্যুদের দ্বারা আটক হওয়ার ফলে সেখানে রবিনসন ক্রুসোকে দাসত্য বরণ করতে হয়। পরবর্তীতে রবিনসন সেখান থেকে পালিয়ে নতুন এক জীবন শুরু করে। সে একটা নির্জন দ্বীপে আশ্রয় নেয়। সেখানে দীর্ঘ ২৩ বছর একা থাকার পর সঙ্গী হিসেবে পেয়েছিলো ” ফ্রাইডে “-কে। ফ্রাইডেকে রবিনসন ক্রুসো নরখাদকদের হাত থেকে রক্ষা করেছিল। এরপর দীর্ঘ ২৮ বছর পর রবিনসন এই দ্বীপ থেকে চলে যায়। এবং ফিরে যায় তার স্বাভাবিক জীবনে।
এরপর আরকি কোনো দিন দেখা হয়েছিল ফ্রাইডে এর সাথে?, নাকি রবিনসন ক্রুসো তার সাথে করে নিয়ে গিয়েছিলো ফ্রাইডে কে? । এইসব অজানা তথ্য জানতে আজই সংগ্রহ করুন অসাধারন এডভেঞ্চার মূলক বইটি। যার নাম ” রবিনসন ক্রুসো “।
Reviews
There are no reviews yet.