শ্রীকান্ত মূলত শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আত্মজীবনীমূলক গ্রন্থ। সর্বমোট ৪ টি খন্ডের সমন্বিত রূপ হলো শ্রীকান্ত। বিভিন্ন খন্ডে আসলে স্থান পেয়েছে তার বিভিন্ন সময়ের নানারকম ঘটনা। এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র হলো শ্রীকান্ত। শ্রীকান্ত খুবই দরিদ্র পরিবারের হওয়ায় সে তার পিসিমার সাথে থাকত। পিসিমা খুব ভালোবাসতো শ্রীকান্তকে। ছোটবেলা থেকেই শ্রীকান্ত মানুষের কষ্ট সহ্য করতে পারতো না। সে মানুষকে নানা ভাবে সাহায্য করতো। এর ধারাবাহিকতায় শ্রীকান্ত বড় হয়েও মানুষকে সাহায্য করতে, মানুষের পাশে দাড়াতে কখনে পিছু হটতো না। বরং সাধারণ মানুষের পাশে থেকে তাদের বিপদেআপদে হাতে হাত রেখে লড়াই করতেন।
এই উপন্যাসে আন্নদা দিদির কথা উঠে এসেছে। এই অন্নদা দিদির মতো একজন নারী শ্রীকান্তের মনে এমন প্রভাব ফেলে যেটা কিনা শ্রীকান্ত সারাজীবন মনে রেখে দেয়। এছাড়াও রাজলক্ষ্মীর কথা উঠে এসেছে। এই রাজলক্ষ্মী ছোট বেলা থেকে ভালোবাসাতো শ্রীকান্তকে। কিন্ত রাজলক্ষ্মীর পারিবারিক অভাবের কারণে তখন জানাতে পারেনি তার ভালোবাসার কথা শ্রীকান্তকে। এভাবেই তখন পূর্ণতা পায়নি তাদের ভালোবাসা। এছাড়াও ইন্দ্রনাথ এই উপন্যাসের অন্যতম একটি চরিত্র।
কে ইন্দ্রনাথ?, পরবর্তীতে কি পেয়েছিল পূর্ণতা রাজলক্ষ্মীর ভালোবাসা?, কি ঘটেছিলো অন্নদা দিদির সাথে? এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে হলে পড়তে হবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস ” শ্রীকান্ত “।
Reviews
There are no reviews yet.