মেকু হলো ছোট্ট একটি ছেলের নাম।এতোটাই ছোট যে তার বয়স মাত্র কয়েক মাস। তবে মেকু কিন্তু অন্যদের মতো নয়। মেকু কিন্তু কথা বলতে পারে,আবার তার বোঝার ক্ষমতাও বেশ ভালো।মেকু কিন্তু বিছানায় হিসু করে না। মেকু তার মাকে একটুও বিরক্ত করে না।মেকু ছোট হলে কি হবে তার বেজায় রাগও আছে বটে। মেকু আবার অন্যায়ের প্রতিবাদও করতে জানে।মেকুর সাথে যদি কেউ খারাপ আচরণ করে মেকু তাকে কিন্তু ছেড়ে দেয় না বরং তাকে টাইট দেয়। আর সে অন্যায় সহ্যও করে না তার প্রতিবাদ করে।
কিন্তু এই মেকুই হঠাৎ করে একদিন কিডন্যাপ হয়। এক মহিলা ও তার ২ সহকারী মিলে মেকুকে কিডন্যাপ করে মেকুর বাবার থেকে টাকা পাওয়ার লোভে। কিন্তু তারা তো জানে না মেকু কি দুরন্ত। কিডন্যাপারদের মেকু একদম নাস্তানাবুদ করে ফেলে। কখনে ল্যাং মেড়ে পা মচকে দেয়,কখনো ভুতের ভয় দেখায়,কখনো বুকের লোমে আগুন দিয়ে দেয়। শেষেতো কিডন্যাপার সবাইকে ঔষধ খাইয়ে বেহুশ করে দেয়।আসলে মেকুর মাথায় অনেক বুদ্ধি। তার সেই বুদ্ধির জোরেই মেকু তার বাবা-মা কে জানিয়ে দেয় তার অবস্থান। পরবর্তীতে মেকুর বাবা পুলিশ নিয়ে মেকুকে খোঁজা শুরু করে।
মেকু কি পৌঁছাতে পেরেছিল তার বাবা-মার কাছে?,তার বাবাকে কি কিডন্যাপারদের টাকা দিতে হয়েছিল?, কিডন্যাপার কি মেকুর অত্যাচারে অতিষ্ঠ হয়ে ছেড়ে দিয়েছিলো মেকুকে? এই সব জানতে হলে পড়তে হবে ” মেকু কাহিনী “।দেখবেন পড়তে পড়তে আবার খাট থেকে গড়াগড়ি খেয়ে পড়ে যাবেন না। কথাটা বলছি কারণ এতোটাই হাসির এই বইটি। না পড়ে আসলে এর আনন্দ অনুভব করা যাবে না।
Reviews
There are no reviews yet.