” বিজ্ঞানী অনিক লুম্বা ” মুহম্মদ জাফর ইকবালের লেখা একটি বৈজ্ঞানিক কল্পকাহিনী। এই বইয়ে মুহম্মদ জাফর ইকবালকে একজন খুব অলস মানুষ হিসেবে উপস্থাপন করা হয়েছে। একদিন জাফর ইকবাল তার বন্ধুর সাথে একটা সম্মলনে গিয়েছিলো ভলান্টিয়ার হিসেবে। মূলত তার কাজ ছিল সেই সম্মেলনে আগত ব্যক্তিদের নাম রেজিস্ট্রেশন করে তাদের আইডি কার্ড দেওয়া। একসময় তার কাছে এসে এক ব্যক্তি বললেন তার নাম অনিক লুম্বা। জাফর ইকবাল তার নাম লিখলেন অনিক লুম্বা। কিন্তু পরক্ষনেই পাশের জনের কাছ থেকে জানতে পারলেন তার নামটা অনেক বড় বলতে বুঝিয়েছেন অনিক লুম্বা। পরবর্তীতে বিভিন্ন ঘটনাক্রমে সেই অনিক লুম্বার সাথে জাফর ইকবালের খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। তারপর দুইজনে অনেক ভালো সময় কাটায় এবং তাদের মধ্যে ঘটে নানা মজার মজার ঘটনা।
অনিক লুম্বা ছিল একজন বিজ্ঞানী। সে মশা নিয়ে গবেষণা করছিলো। মশা যেন মানুষের কোনো ক্ষতি করতে না পারে মূলত সেটাই ছিল তার গবেষণার লক্ষ্য। একসময় তার এই মশার গবেষণা কেউ একজন অন্যায়ভাবে চুরি করে নেয়। এছাড়াও পানিতে নবজাতকের সাঁতার কাটাসহ নানা মজার মজার একাধিক গল্প নিয়ে লিখা হয়েছে ‘ অনিক লুম্বা ‘বইটি। কিভাবে হয়েছিলো অনিক লুম্বার সাথে জাফর ইকবালের বন্ধুত্ব?, কেনইবা চুরি হয়েছিলো অনিক লুম্বার সেই গবেষণা? ইত্যাদি আরও নানা মজার মজার অজানা ঘটনা জানতে চাইলে আজই সংগ্রহ করে ফেলুন মুহম্মদ জাফর ইকবালের লেখা ” বিজ্ঞানী অনিক লুম্বা ” বইটি।
Reviews
There are no reviews yet.