এটি একটি কিশোর উপন্যাস। এখানে কিছু ছেলের ছোট বেলায় কাটানো বিভিন্ন মুহূর্ত খুব চমৎকার ভাবে লেখক সকলের সামনে তুলে ধরেছে। লেখক মূলত সবাইকে তাদের ছোট বেলা মনে করিয়ে দেওয়ার মাঝেই এই লেখার সার্থকতা খুঁজে পেয়েছে বলে আমার মনে হয়।
ছোট বেলার নানা স্মৃতি ভেসে আসবে সবার। যখন তারা স্কুল পড়ুয়া কিছু ছোট ছোট ছেলেদের ঘটানো নানা ঘটনা পড়তে শুরু করবে। এই উপন্যাসে দেখা পাওয়া যাবে টিপুর।টিপুর রয়েছে আবিষ্কারের প্রতি দারুণ আগ্রহ। সবসময়ই সে নানা বিষয় নিয়ে চিন্তা করে। নানান নতুন জিনিস আবিষ্কার করার আকাঙ্ক্ষায় সে সবসময় কিছু না কিছু করেই থাকে। এছাড়া এই উপন্যাসে বিলু চরিত্রটিও বেশ ভালো। বিলু পড়াশোনা তেমন একটা করে না। সে খানিকটা অগোছালোও বলা যায়। মূল কথা পরিপাটি হয়ে থাকতে তার খুব একটা ভালো লাগে না। এই উপন্যাসে বন্ধুত্ব বিষয়টিকে অনেক সুন্দর করে উপস্থাপন করেছে লেখক। টিপু, বিলু ছাড়াও আরও অনেক চরিত্র রয়েছে এই উপন্যাসে। তাদের মজার মজার নানা ঘটনা রয়েছে। যা নিঃসন্দেহে পাঠককে আনন্দ দিবে। তাই সেই ঘটনাগুলো উপভোগ করতে চাইলে আজই সংগ্রহ করুন ” দুষ্টু ছেলের দল ” বইটি।
Reviews
There are no reviews yet.