” আমার ছেলেবেলা ” হুমায়ূন আহমেদের আত্মজীবনী মূলক একটি গ্রন্থ। এই বইটিতে লেখক তার ছেলে বেলার নানা ঘটনা অনেক সুন্দর করে সকলের কাছে তুলে ধরেছেন।
লেখক তার বাবা সম্পর্কে লিখেছেন। তার বাবা ছিলেন একজন বইপ্রেমিক। বই পড়া এবং তা সংগ্রহ করা তার ছিলো একটি নেশা। লেখকের লেখা থেকেই জানা যায় তার বাবার মাসিক আয়ের একটা অংশ বরাদ্দ ছিল তার বাবার বইয়ের জন্য।
লেখকের লেখাপড়া করতে তেমন একটা ভালো লাগত না। একদিন এক বন্ধু তার কাছে এসে বলে যে সে যদি পরীক্ষায় পাশ করে তাহলে তার মা তাকে একটি চামড়ার বল কিনে দিবে। লেখকের কাছে তার বন্ধু আবদার করে তাকে পড়া বুঝিয়ে দেওয়ার জন্য। লেখক কথাটি শুনে ভারি বিপদে পরে যায়। ভাবে যে, তার বন্ধুকে পাশ করাতে হলে তো তাকেও পড়তে হবে। পরে দেখা যায় লেখক অনেক কষ্টে নিজে পড়া বুঝে তারপর তার বন্ধুকে পড়া বুঝিয়ে দেয়। তাদের এই কান্ড দেখে বাড়ির সবাই তো অবাক হয়ে যায়। মূলত সেই চামড়ার বলটি তাদের দরকার ছিল খেলার জন্য। যার কারণে তারা পড়েছিল। ফলাফলের দিন জানা গেল যে, তার বন্ধুটি পাশ না করলেও লেখক পরীক্ষায় প্রথম হয়েছে। প্রথম হয়ে লেখক কাঁদতে কাঁদতে বাড়ি ফিরেছিল। কেন কেঁদেছিল সেদিন লেখক? এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে কেনল বইটি পড়ার মাধ্যমে।
” আমার ছেলেবেলা ” বইটিতে আরও অনেকগুলো ঘটনা রয়েছে যা লেখক চমৎকারভাবে উপস্থাপন করেছে। পাঠকের কাছে যা নিঃসন্দেহে ভালো লাগবে। তাই আর দেরি না করে লেখকের ছেলেবেলা সর্ম্পকে জানতে আজই সংগ্রহ করুন বইটি।
Reviews
There are no reviews yet.