” ক্যাম্প ” বইটি মুক্তিযুদ্ধ বিষয়ক বই। মুক্তিযুদ্ধের নানা দিক লেখক অত্যন্ত চমৎকারভাবে প্রকাশ করেছে এই বইটিতে। বইটি পড়ার সময় আমরা ফজল সম্পর্কে জানতে পারবো। ফজল ছিলো মূলত একজন কিশোর। কিন্তু সে দেশকে স্বাধীন করার জন্য যোগ দিয়েছিলো যুক্তিবাহিনীতে। একদিন এই ফজল গ্রামের রাজাকারদের হাতে ধরা পরে যায়। গ্রামের রাজাকাররা ফজলকে ধরে নিয়ে যায় মেজর সাহেবের কাছে। কিন্তু ফজলকে দেখে মেজরের তার নিজের ছেলের কথা মনে পড়ে যাওয়ায় তাকে না মেরে ফেলার নির্দেশ দেয়। পরবর্তীতে অবশ্য ফজল পালিয়ে গিয়েছিলো তাদের আস্তানা থেকে। কিন্তু একদিন ফজল আবার ধরা পড়েছিলো; সেদিন তারা ফজলকে আর বাঁচতে দেয়নি। মেরে ফেলেছিলো তারা ফজলকে।
এছাড়াও আমরা এই বইয়ে মতিউর সম্পর্কে জানতে পারবো। মতিউর হলো রাজাকার। মতিউর গ্রামের মুক্তিবাহিনীদের ধরে তাদেরকে হত্যার করার কাজে সাহায্য করে। সে ভেবেছিল কোনো দিন জিততে পারবে না মুক্তিবাহিনীরা। এই বইয়ে ড. সুরাইয়ার কথাও বলা হয়েছে। কে এই সুরাইয়া?, ফজল কেনইবা গিয়েছিলো মুক্তিবাহিনীতে? এই সম্পূর্ণ ঘটনা জানতে হলে পড়তে হবে মুহম্মদ জাফর ইকবালের লেখা ” ক্যাম্প ” বইটি।
Reviews
There are no reviews yet.