কেমন হয় মেয়েরা? মেয়েদের স্বভাব কি পুরুষদের থেকে অনেক আলাদা হয়? সমরেশ মজুমদার তার নিজের জীবনে, তার আশেপাশের দেখতে পাওয়া মেয়েদের নিয়েই লিখেছেন ” মেয়েরা যেমন হয় ” উপন্যাসটি। বিভিন্ন সময়ে তার সাথে পরিচয় হওয়া বিভিন্ন নারীর বর্ণনা, তাদের ত্যাগ,তাদের অন্যকে অনুপ্রেরণা দেওয়ার ক্ষমতা, সাহস যোগান দেওয়ার ক্ষমতা ইত্যাদি নানা বিষয়ের বর্ণনা অত্যন্ত চমৎকারভাবে লেখক উপস্থাপন করেছেন।
লেখক সমরেশ মজুমদার ছোট বেলায় তার মা ও পিসির কাছে বড় হয়েছে। সেই মা ও পিসিই ছিল তার দেখা প্রথম নারী। সময়ের সাথে সাথে বিভিন্ন ঘটনাচক্রে বিভিন্ন নারীর সংস্পর্শে তাকে আসতে হয়,তাদের সাথে আলাপ হয়।প্রত্যেকটি নারীই তার কাছে আলাদা,প্রত্যেকেই অনন্য। মেয়েরা আসলে মায়ের জাত। মেয়েদের সর্বদা ত্যাগই করে যেতে হয়,তাদের সহ্য করতে হয় নানা রকমের কষ্ট। তবুও তারা পুরুষদের অনুপ্রেরণা দিতে ভুলে যায় না। নারীদের সেবা,আন্তরিকতা,ভালোবাসার কখনোই কোনো কমতি থাকে না।
উপন্যাসটিতে রয়েছে অনেক নারীর নানা ঘটনা। ঘটনা গুলোকে লেখক টুকরো টুকরো করে পাঠকের সামনে উপস্থাপন করেছে। এই ঘটনা গুলোর গভীরতা অনুভব করতে পড়তে হবে সমরেশ মজুমদারের উপন্যাস ” মেয়েরা যেমন হয় “।
Reviews
There are no reviews yet.