সাম্য মানে সমতা। আর সাম্যবাদী মানে হলো সকলে সমান এমন ধারণা। সাম্যবাদী হলো কাজী নজরুল ইসলামের লেখা একটি কাব্যগ্রন্থ। এই কাব্যগ্রন্থে রয়েছে ১১ টি কবিতা। এই কাব্যগ্রন্থের প্রথম কবিতাটি হলো ‘ সাম্যবাদী ‘। এই কবিতায় কবি সকল ধর্ম সম্প্রদায়, উপজাতি, বিভিন্ন জাতিসত্তাকে একত্রিত হওয়ার কথা বলেছে। সবাই সকল ভেদাভেদ ভুলে একত্রিত হবে এই মূলমন্ত্র পাওয়া যাবে ‘ সাম্যবাদী ‘ কবিতা পড়ার মাধ্যমে।
কবির ২য় কবিতাটি হলো ‘ ঈশ্বর ‘। এই কাবিতায় কবি বোঝাতে চেয়েছেন যে, বিভিন্ন ধর্মের তুলনায় মানুষের হৃদয়ের ধর্মটাই হলো সবচেয়ে বড় ধর্ম। আর এটাই হলো আসল ধর্ম। ঈশ্বর আসলে সকলের হৃদয়েই বাস করে। এটিই ছিল তার ঈশ্বর কবিতার মূল বক্তব্য।
এছাড়াও রয়েছে ‘ মানুষ ‘, ‘ পাপ ‘, ‘ মিথ্যাবাদী ‘ সহ মোট ১১ টি কবিতা। যার প্রত্যেকটিরই বিশদ ব্যাখ্যা প্রদান করেছেন সাম্যের কবি কাজী নজরুল ইসলাম। যার কথা মতে পৃথিবীর সকলেই সমান। তাই অসম্ভব সুন্দর মনমুগ্ধকর এই কাব্যগ্রন্থটি পড়তে আজই সংগ্রহ করুন ” সাম্যবাদী ” বইটি।
Reviews
There are no reviews yet.