বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি উপন্যাস হলো ” আরণ্যক “। এই উপন্যাসে দেখা মিলবে বেকার যুবক সত্যেন্দনাথের সাথে। যার এক এবং একমাত্র কাজই হলো চাকরি খোঁজা। তার পকেটে নেই কোনো পয়সা আবার মাথার ছাদ ও আসে-যায় অবস্থা। এখন সময় তার সাথে তার এক কলেজ বন্ধু অবিনাশের দেখা হয়।
অবিনাশ সত্যেন্দনাথকে একটি চাকরির প্রস্তাব দেয়। চাকরিটি হলো জমিদার বাড়ি দেখাশোনা করার। জমিদার বাড়িটি হলো অবিনাশের বাবার। সেটি কলকাতা থেকে অনেকটা দূরে পূর্ণিয়া জেলার শতমাইল ভিতরে। যেখানে আছে শুধু জঙ্গল আর জঙ্গল। চারদিকে নির্জন, নেই কোনো কোলাহল। আর শুধু রয়েছে প্রকৃতির অপার সৌন্দর্য।চারদিকে নির্জনতায় তার প্রথমে ভালো না লাগায় সে চাকরি ছেড়ে কলকাতায় ফিরে আসতে চেয়েছিল। কিন্তু কিছুদিন পর সে এই প্রকৃতির নির্জনতায় অভ্যস্ত হয়ে যায়। ভালো লাগতে থাকে তার এই প্রকৃতি, এই নির্জন প্রকৃতির স্নিগ্ধতা, পশু-পাখি, গাছগাছালি ইত্যাদি প্রকৃতির উপাদান।
লেখক এই উপন্যাসে প্রকৃতির বর্ণনা এতো সুন্দরভাবে বর্ণনা করেছেন যা আপনি না পড়লে জানতেই পারবেন না। সকল প্রকৃতি প্রেমিকের বইটি পড়া উচিত। তাই আর সময় নষ্ট না করে আজই সংগ্রহ করুন বইটি।
Reviews
There are no reviews yet.