‘এটাই সেই প্রতীক।’ চেঁচিয়ে উঠল কিশোর। ‘ফার্স্ট মেটের আংটিতে এই চিহ্নই দেখেছি!’
পুরানো বইটার দিকে তাকিয়ে রয়েছে সে । নামটা অদ্ভুত: এম্পায়ার অভ দ্য টুইস্টেড ক্ল। মলাটে ছাপ মারা রয়েছে লাল রঙের প্রতীক-চিহ্ন। দোকানের মালিক জানতে চাইল, ইনটারেস্টিং কিছু বইটা দেখিয়ে জিজ্ঞেস করল রবিন, ‘দাম কত? নাকের ওপর ঠিকমত চশমা বসাল দোকানী, আনমনে মাথা নেড়ে বলল, আসল দাম জানতে হলে খুলে দেখতে হবে। তবে ওই র্যাকের কোন বইয়ের দামই হাজার ডলারের নিচে নয়। বেশিও আছে।’
হাঁ হয়ে গেল দুই গোয়েন্দা ।
বলে কি! একটা বইয়ের দাম এত! হতাশ হলো খুব । ওই বই কেনার সামর্থ্য তাদের হবে না
Reviews
There are no reviews yet.